বোমা বিস্ফোরণে উড়ে গেল স্বাস্থ‍্যকেন্দ্রের ছাদ , ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড : আতঙ্ক এলাকাজুড়ে

21st October 2020 1:23 pm বীরভূম
বোমা বিস্ফোরণে উড়ে গেল স্বাস্থ‍্যকেন্দ্রের ছাদ , ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড : আতঙ্ক এলাকাজুড়ে


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) : মহাচতুর্থীর রাতে বোমা বিস্ফোরণে উড়ে গেল পঞ্চায়েত পরিচালিত হোমিওপ্যাথি দাতব‍্য চিকিৎসাকেন্দ্রের ছাদের একাংশ । ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল‍্য বীরভূমের হেতমপুর এলাকার চাঁপানগরী গ্ৰামে । গতকাল গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা গ্ৰাম । ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন বহুজন । তারপরেই দেখা যায় স্বাস্থ‍্য কেন্দ্রটির ছাদের একাংশ বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে । খবর পেয়েই দুবরাজপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে । ঘিরে ফেলা হয় গোটা চত্ত্বরটিকে । জমা করে রাখা বোমা বিস্ফোরণ হয়েছে বলেই মনে করছেন সকলে । বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস‍্যরাও আসেন ঘটনাস্থলে । শারদ উৎসবের মরশুমে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় । জানা গেছে , বিস্ফোরণ হ ওয়া ঘর টিতে দাতব‍্য চিকিৎসালয় রয়েছে এবং পাশের ঘরে গ্ৰাম ষোল আনার রান্নার সরঞ্জাম রয়েছে । গ্ৰামবাসীদের অভিযোগ , কোনো রাজনৈতিক রঙ নেই এখানে । দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এই ঘটনা । গ্ৰামের বাসিন্দা রৌশন আলী জানিয়েছেন , সকালে বিস্ফোরন এর ঘটনা দেখার পরেই পুলিশকে জানানো হয় । ইতিপূর্বেও এই এলাকায় অশান্তি হয়েছে । সেই ঘটনার পুনরাবৃত্তি র জন‍্য ই হয়তো বোমা মজুত করা হয়েছিলো বলে দাবী স্থানীয়দের । ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর  ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।